মঙ্গলবার, ১১ জুন, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে বিজেপির হরতাল

প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে দুই দলীয় কর্মীর মৃত্যু ও রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির কারণে গতকাল পশ্চিমবঙ্গজুড়ে কালো দিবস পালন করছে বিজেপি। হাতে কালোব্যাজ পরে বিভিন্ন জায়গায় মিছিল করেছে বিজেপি কর্মী-সমর্থকরা। একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমায় ১২ ঘণ্টা (আধাবেলা) হরতাল পালন করছে তারা। হরতালের ফলে এ দিন সকাল থেকে ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন। সকালে বসিরহাটের ভ্যাবলা রেল স্টেশনে বিজেপি কর্মীদের অবরোধের ফলে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা বন্ধ থাকে রেল চলাচল। উল্লেখ্য, শনিবার বসিরহাট মহকুমার সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে  উভয় দলের কমপক্ষে তিনজন নিহত হয়। এদিকে গতকাল দুপুরে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। বৈঠকে গত কয়েক দিন ধরে রাজ্যে ঘটে চলা রাজনৈতিক সহিংসতা নিয়ে বিস্তারিত জানান রাজ্যপাল। বৈঠক শেষে রাজ্যপালও গণমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, ‘আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলার প্রকৃত ঘটনা তুলে ধরেছি।

সর্বশেষ খবর