রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

পিছু হটছেন ট্রাম্প!

ইরানকে শত্রু বানাতে এমন কোনো পদক্ষেপ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেননি। ছয় জাতি পরমাণু চুক্তি বাতিল। নতুন করে বিভিন্ন অবরোধ। উপসাগরে একাধিক বিমানবাহী যুদ্ধ জাহাজ প্রেরণ। সঙ্গে নানা হুমকি ধমকি। তবে হঠাৎ করে ইরান সম্পর্কে মনোভাব পরিবর্তনের আভাস দিলেন ট্রাম্প। বললেন তিনি যে কোনো মুহূর্তে ইরানের নেতাদের সঙ্গে বসতে প্রস্তুত। চাইলে পরমাণু নিয়ে ফের আলোচনা শুরু করা যেতে পারে। এই আগ্রহের একদিন আগে ওমান উপসাগরে দুটি তেল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় ট্রাম্প ইরানকে দায়ী করে। শুক্রবার ‘ফক্স নিউজ’কে ফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা এটা জানে। তাদেরকে অনেক ভালভাবেই জোর দিয়ে একথা বলা হয়েছে, আমরা তাদেরকে আলোচনার টেবিলে ফিরে পেতে চাই। তারা যখনই প্রস্তুত হবে তখনই ঠিক আছে। কোনো তাড়াহুড়া নেই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর