সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

মুর্তাজাকে মৃত্যুদন্ড দিচ্ছে না সৌদি আরব

মুর্তাজাকে মৃত্যুদন্ড  দিচ্ছে না সৌদি আরব

আরব বসন্তের র‌্যালিতে নেতৃত্ব দিয়ে ১৩ বছর বয়সে আটক মুর্তাজা কুরেইরিসকে দেওয়া মৃত্যুদন্ড বাতিল করেছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। আর বছর তিনেকের মধ্যে তাকে মুক্তি দেওয়া হতে পারেও ধারণা দেন। ওই কর্মকর্তা বলেন, ‘তার (মুর্তাজা) মৃত্যুদন্ড  কার্যকর করা হবে না।’ এর আগে আরব বসন্তের র‌্যালির নেতৃত্ব দেওয়ায় রাষ্ট্রদ্রোদের অপরাধে মৃত্যুদন্ড  দেওয়া হয় মুর্তাজা কুরেইরিসকে। তার মুক্তির জন্য সৌদির প্রতি অনুরোধ জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মানবাধিকার সংগঠন। কয়েকটি দেশের সরকারও মৃত্যুদন্ড না দিতে সৌদির প্রতি অনুরোধ জানায়। এরই মধ্য দেশটির ওই কর্মকর্তা বললেন, মুর্তাজা কুরেইরিসের ফাঁসি কার্যকর হচ্ছে না। আরব বসন্তের এক র‌্যালির নেতৃত্ব দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অপরাধে মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত মুর্তাজা কুরেইরিস বর্তমানে সৌদি কারাগারে রাজনৈতিক বন্দী হিসেবে আছেন। তার ফাঁসি কার্যকর হলে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী কারও মৃত্যুদ  দেওয়া হতো। মুর্তাজার বিরুদ্ধে সৌদির অভিযোগ, ২০১১ সালে আরব বসন্তের সময় সৌদিতে গণতন্ত্রের দাবিতে বন্ধুবান্ধব জড়ো করে বিক্ষোভে নেমেছিল মুর্তাজা।

এক সাইকেল র‌্যালিতে অংশ নিয়ে সৌদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল তারা। মুর্তাজা কুরেইরিস ‘সন্ত্রাসী গ্রুপ’ নিয়ন্ত্রণ করছে। যে অপরাধের শাস্তি শিরñেদ বা ফাঁসির মাধ্যমে মৃত্যুদ ।

সর্বশেষ খবর