শিরোনাম
বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে বিক্ষোভের প্রাণ জোশুয়া ওং

হংকংয়ে বিক্ষোভের প্রাণ জোশুয়া ওং

সাংবাদিকদের সামনে জোশুয়া ওং

জোশুয়া ওং হংকংয়ের ২২ বছর বয়সী এক ছাত্র। তিনি হংকংয়ের উত্তাল বিক্ষোভের একজন কেন্দ্রীয় আন্দোলনকারী। সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। কারামুক্ত হওয়ার পর জানান, বিতর্কিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে চলমান আন্দোলন বিক্ষোভে অংশ নিতে যাচ্ছেন তিনি। এই বিলে অপরাধীদের চীনের কাছে প্রত্যর্পণের বিধান রয়েছে। এই বিলের বিরুদ্ধে সম্প্রতি হংকংয়ের রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ। উত্তাল গণবিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হন অঞ্চলটির চীনপন্থী শাসক ক্যারি লাম। বিক্ষোভের তীব্রতায় বিতর্কিত বিলটি স্থগিত করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তবে এখনই রাজপথ ছাড়তে রাজি নন হংকংয়ের বাসিন্দারা। তারা অঞ্চলটির চীনপন্থী শাসকের পদত্যাগ চান। ২০১৪ সালের গণতন্ত্রপন্থী আন্দোলন যা আমব্রেলা মুভমেন্ট হিসেবে পরিচিত হয় সেই আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন জোশুয়া ওং। সেই আন্দোলনে দাবি ছিল, চীনের চাপিয়ে দেওয়া নেতার বদলে অবাধ নির্বাচনের মাধ্যমে হংকংয়ের নেতৃত্ব নির্ধারণ করা হবে। জোশুয়া ওং এবং অন্যান্য ছাত্র নেতারা সেই বিক্ষোভের নেতৃত্ব দেন। তিনি এখন থাইল্যান্ডের সাধারণ মানুষের জাতীয় নেতায় পরিণত হয়েছেন।

সর্বশেষ খবর