বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

উ. কোরিয়া সফরে যাচ্ছেন জিনপিং

উ. কোরিয়া সফরে যাচ্ছেন জিনপিং

দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামীকাল তিনি পিয়ংইয়ংয়ে গিয়ে  দেশটির নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। এটি গত ১৪ বছরের মধ্যে উত্তর কোরিয়ায় কোনো চীনা নেতার প্রথম সফর হবে, আর ২০১২ সালে ক্ষমতা গ্রহণের পর শি-র প্রথম সফর। জাপানে জি-২০ শীর্ষ সম্মেলনের এক সপ্তাহ আগে উত্তর কোরিয়া যাচ্ছেন শি। জি-২০ শীর্ষ সম্মেলনে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার ক্ষমতা নেওয়ার পর এ পর্যন্ত চারবার চীন সফর করেছেন কিম। কিন্তু হু জিনতাওয়ের পর চীনের আর কোনো প্রেসিডেন্ট পিয়ংইয়ং সফর করেননি। ২০০৫ সালে জিনতাওয়ের সফরকালে উত্তর কোরিয়ার ক্ষমতায় ছিলেন কিমের বাবা কিম জং ইল।

সর্বশেষ খবর