বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

কায়রোতে সমাহিত মুরসি

কায়রোতে সমাহিত  মুরসি

আদালতে মৃত্যুর কোলে ঢলে পড়ার কয়েক ঘণ্টা পর মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে কায়রোতে সমাহিত করা হয়েছে। এর আগে পরিবারের পক্ষ থেকে সারকিয়া প্রদেশের নিজ শহরে তার দাফনের আবেদন জানালে তা নাকচ করে দেয় কর্তৃপক্ষ। তবে কায়রোর নসর এলাকায়  গোপনীয় ওই দাফনে মুরসির পরিবারের সদস্যদের উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়। মুরসির নির্জন কারাবাস এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে তাকে দেখা করতে না দেওয়ার সমালোচনা করা মানবাধিকার সংগঠনগুলো এ মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। মুরসিকে ‘শহীদ’ অভিহিত করে তার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মুরসির মৃত্যুর জন্য বর্তমান ‘স্বেচ্ছাচারী’ শাসকদের দায়ী করেছেন। মুরসির আরেক ঘনিষ্ঠ কাতারের আমির থানিও এ মৃত্যুতে ‘গভীর শোক’ জানিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর