বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

যারা যাবেন তাড়াতাড়ি যান, দলে চোরদের জায়গা নেই : মমতা

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে চোরদের কোনো জায়গা নেই। যারা নিষ্ঠাবান ও ত্যাগী শুধু তাদেরই জায়গা দেওয়া হবে। তিনি মঙ্গলবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের বৈঠকে বক্তৃতা করছিলেন। তৃণমূল ছেড়ে দলের নেতা-কর্মীদের সম্প্রতি বিজেপিতে যোগদান প্রসঙ্গে মমতা বলেন, ‘যারা যারা যাবেন তাড়াতাড়ি যান। আগে আগে চলে যান। আমাদের কাজগুলো শুরু করতে দিন। আমরা সব জায়গায় নতুন কর্মী তৈরি করে দিয়েছি। একজন যাবে, ৫০০ জন তৈরি করব। তবু আমি চোরদের রাখব না।’ তিনি বলেন, তৃণমূল কংগ্রেস অত দুর্বল দল নয়। ১৫ জন বা ২০ জন কাউন্সিলর চলে গেল, তাতে আমার বয়েই গেল। আমড়া নতুন লোককে টিকিট দেব। তৃণমূলের কাউন্সিলরদের দল পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা এখানে পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি চালাবেন আর দিল্লির সরকার রুপি দেবেÑ এরকম হয় নাকি? কাজ করবেন এখানে আর রুপি আসবে ওখান থেকেÑতা কি কখনো হয়? এটা মিঠুন চক্রবর্তীর সংলাপ নয় যে, মারব এখানে লাশ পড়বে শ্মশানে। এটা হলো বাস্তব পরিস্থিতি। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সবই রাজ্য সরকারের অধীন। এটা মাথায় রাখতে হবে।’

সর্বশেষ খবর