বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

কয়েক লাখ অবৈধ অভিবাসীকে বের করে দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েক লাখ অবৈধ অভিবাসীকে বের করে দেওয়ার কাজ শুরু করবে অভিবাসন বিষয়ক এজেন্সি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। আগামী সপ্তাহেই এই কাজ শুরু হচ্ছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন পর্যায়ের অবৈধ অভিবাসীদের বের করে দেওয়া হবে সে বিষয়টি তিনি উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্রে অনেক আগে থেকেই বিভিন্ন দেশের বিপুলসংখ্যক অভিবাসী আছেন, যাদের অনেকেই অবৈধ। তার সঙ্গে যুক্ত হয়েছে সম্প্রতি মেক্সিকো সীমান্ত দিয়ে ঢলের মতো আসা কিছু অভিবাসী। প্রশাসন এই দুই শ্রেণির অভিবাসীকেই বের করে দেবে কিনা তা স্পষ্ট নয়। ট্রাম্প টুইটে বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী কয়েক লাখ এলিয়েনকে, বের করে দেওয়ার কাজ আগামী সপ্তাহে শুরু করছে আইসিই। তারা

(যুক্তরাষ্ট্রে) আসার পর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তাদের  বের করে দেওয়া হবে।

সর্বশেষ খবর