বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

ভিডিও শেয়ার করায় ২১ মাসের কারাদন্ড

ক্রাইস্টচার্চে দুই মসজিদে নির্বিচারে গুলি চালানোর ঘটনার লাইভস্ট্রিম ভিডিও শেয়ার করায় নিউজিল্যান্ডের এক নাগরিককে ২১ মাসের কারাদ  দিয়েছে দেশটির একটি আদালত। ফিলিপ আর্পস নামের ওই ব্যক্তি হামলার ভিডিওটি এক বন্ধুসহ ৩১ জনকে পাঠিয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি। বন্ধুকে ভিডিওটি পাঠিয়ে ‘খুনের সংখ্যা’ যোগ করে হালকা পরিবর্তন আনতেও অনুরোধ করেছিলেন আর্পস।

 

চীনে দুই ভূমিকম্পে ১১ জন নিহত

চীনের সিচুয়ান প্রদেশে পর পর দুটি ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ওই দুই ভূমিকম্পে আরও ১২২ জন আহত হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিচুয়ানের স্থানীয় সময় সোমবার রাতে ৩০ মিনিটের ব্যবধানে ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্প দুটি হয়। ঘরবাড়ি ধসে পড়ে। সিচুয়ানে ২০০৮ সালের মে-তে ভয়াবহ এক ভূমিকম্পে প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর