শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ সীমান্তবর্তী সব রাজ্যে নাগরিকপঞ্জি চালু করবে ভারত

সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি কোবিন্দের ঘোষণা

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তের লাগোয়া সব রাজ্যে কেন্দ্রীয় সরকার জাতীয় নাগরিকপঞ্জি (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস- এনআরসি) বাস্তবায়ন করবে। রাষ্ট্রপতি কোবিন্দ গতকাল দিল্লিতে সেন্ট্রাল হলে সংসদের যৌথ অধিবেশনে (লোকসভা ও রাজ্যসভা সদস্যদের উপস্থিতি) ভাষণ দিচ্ছিলেন। তার এ ভাষণের মধ্য দিয়ে লোকসভায় বাজেট অধিবেশনের সূচনা হলো।

রাষ্ট্রপতি বলেন, ভাষাগত, সাংস্কৃতিক ও সামাজিক পরিচয়ের সুরক্ষা দিয়ে (সংশোধন করে) নাগরিক বিলও পাস করা হবে। বিগত লোকসভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় বিলটি তখন খারিজ হয়ে যায়। এ বিলের লক্ষ্য হচ্ছে, সীমান্তের ওপারে নির্যাতিত হয়ে এপারে আসা অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দেওয়া। রাষ্ট্রপতি তার ভাষণে এনআরসি জোরদার করার বিষয়ে সরাসরি ‘বাংলাদেশ’ কথাটি উচ্চারণ না করে বলেছেন অনুপ্রবেশের কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোয় এনআরসি প্রবর্তন করা হবে। বর্তমানে ভারতীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে শুধু আসাম রাজ্যে এনআরসি বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ খবর