শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা

ইরানে হামলার নির্দেশ দিয়েও পিছিয়ে গেলেন ট্রাম্প

ইরানে হামলার নির্দেশ দিয়েও পিছিয়ে গেলেন ট্রাম্প

ইরানে হামলা চালানোর চূডান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত পরশু নির্দেশও দিয়েছিলেন। কিন্তু শেষমেশ তা স্থগিত করেন। তবে কী কারণে সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেছেন সেই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি। বৃহস্পতিবার মার্কিন নজরদারি ড্রোনকে গুলি করে নামায় ইরান। সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে ইরান দাবি করে, তাদের জলসীমায় ড্রোনটি ঢুকে পড়েছিল। দেশের নিরাপত্তার কারণেই সেটাকে গুলি করে নামানো হয়েছে। যদিও পেন্টাগন ইরানের সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করে, তাদের নজরদারি ড্রোন আন্তর্জাতিক জলসীমার উপরেই ছিল। ইরানের এই বিবৃতির পরই চরম হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। টুইট করে তিনি বলেন, ‘খুব বড় ভুল করল ইরান। এর খেসারত ওদের দিতে হবে।’ মার্কিন গণমাধ্যমের খবর, ইরানের এই কা-ে প্রচ- ক্ষুব্ধ হন ট্রাম্প। তড়িঘড়ি সে দেশে হামলা চালানোরও সিদ্ধান্তও নিয়ে নেন তিনি। যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কূটনীতি না কি এর পিছনে অন্য কোনো কারণ আছে সে বিষয়ে স্পষ্ট  কোনো ইঙ্গিত মেলেনি হোয়াইট হাউস থেকে। পরবর্তী পদক্ষেপই বা কী করবেন ট্রাম্প সে বিষয়েও স্পষ্ট কিছু জানায়নি হোয়াইট হাউস। দু’দেশের মধ্যে উত্তেজনার আবহ তৈরি হওয়ায় এর প্রভাব পড়েছে আমেরিকার বিমান পরিশেবাতেও। বিশেষ করে ইরানের আকাশসীমা ব্যবহার করে যে সব মার্কিন বিমানগুলো। নিরাপত্তার কারণে ইউনাইটেড এয়ারলাইন্স নেটওয়ার্ক থেকে মুম্বাইগামী বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কারণ নিউইয়র্ক থেকে মুম্বাই আসতে ইরানের আকাশসীমা ব্যবহার করতে হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধবিমান আকাশে ছিল। রণতরী নির্ধারিত স্থানে অবস্থান নিয়েছিল। কিন্তু থামতে বলায় ক্ষেপণাস্ত্র আর ছোড়া হয়নি। পরে যুক্তরাষ্ট্রের অন্য গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। একটি বার্তা সংস্থা জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার প্রায় পুরো দিন ইরান ইস্যু নিয়ে তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি ইরানে হামলা চালানোর পরিকল্পনাটি স্থগিত করেন। খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানে হামলা চালানোর পক্ষে ছিলেন। কিন্তু কংগ্রেসের নেতারা এ ব্যাপারে ট্রাম্পকে সতর্ক হতে বলেন।-এএফপি

 

 

সর্বশেষ খবর