শনিবার, ২২ জুন, ২০১৯ ০০:০০ টা

ফের বিক্ষোভে উত্তাল হংকং

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে আসামি প্রত্যর্পণ বিল স্থগিত নয়, পুরোপুরি বাতিলের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে শহরটি। বিক্ষোভকারীদের দাবি তাদের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় গতকাল থেকে ফের তারা আন্দোলনে নেমেছে। বিক্ষোভকারীরা গতকাল প্রথমে আইনসভা এরপর পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নেন। সকালে তারা কালো পোশাক পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শুরু করে। বিক্ষোভের মাধ্যমে তারা তাদের হতাশা প্রকাশ করছেন। তাদের ক্ষোভের কেন্দ্রে রয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।  সম্প্রতি এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করে।-এএফপি

 

 

 

সর্বশেষ খবর