রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

সংক্ষপে

রাখাইনে ইন্টারনেট বন্ধ

মিয়ানমার কর্তৃপক্ষ সংঘাত কবলিত পশ্চিম মিয়ানমারে ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর তা কার্যকর করেছে টেলিকম কোম্পানিগুলো। গতকাল দেশটির অন্যতম শীর্ষস্থানীয় অপারেটর টেলিনর গ্রুপের বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাখাইনে মিয়ানমারের সরকার বাহিনীগুলো স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। এ লড়াইকে কেন্দ্র করে বিদ্যমান উত্তেজনার প্রেক্সিতে নির্দেশটি দেওয়া হয়েছে।

 

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশে স্কাইডাইভার বহনকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, স্থানীয় সময় শুক্রবার দুই ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানটি হনলুলু কাউন্টির মোকুলেয়ারের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানের কোনো আরোহীই বেঁচে নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর