সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

তেহরানের ওপর আরও নিষেধাজ্ঞা ট্রাম্পের

আজ থেকে কার্যকর

তেহরানের ওপর আরও  নিষেধাজ্ঞা ট্রাম্পের

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানিদের জীবনে স্থবিরতা নেমে আসবে -এএফপি

তেহরান পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে না আসা পর্যন্ত অর্থনৈতিক চাপ বজায় রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ইরানের ওপর আরও ‘গুরুতর’ নিষেধাজ্ঞা আরোপ করার কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে আজ থেকে। তবে কিসের ওপর এই নিষেধাজ্ঞা তা গতকালও নিশ্চিত করেননি ট্রাম্প। ইউরেনিয়াম সমৃদ্ধ করার সীমা বিষয়ে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে ইরানের চুক্তি হয়েছিল ২০১৫ সালে। সে অনুযায়ী কিছু বিষয়ে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল ও ইরানকে তেল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর চুক্তিটি প্রত্যাহার করে এবং নিষেধাজ্ঞাও জারি করে। যার ফলে ইরান আবারও অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয় এবং তার মুদ্রার মান দিন দিন কমছে।

নিষেধাজ্ঞা কীভাবে ইরানকে ক্ষতিগ্রস্ত করেছে?

গত বছর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে ইরানের বিশেষ করে জ্বালানি, শিপিং এবং আর্থিক খাতকে ক্ষতিগ্রস্ত করে। বিদেশি বিনিয়োগ কমে যায় ও তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়। নিষেধাজ্ঞার কারণে মার্কিন কোম্পানিগুলো দেশটির সঙ্গে বাণিজ্য থেকে বিরত থাকলেও অন্যান্য দেশের কোম্পানিগুলো সম্পর্ক বজায় রেখেছিল। এর ফলে বিদেশ থেকে আমদানি করা পণ্যের ঘাটতি দেখা যায়, বিশেষ করে প্রভাব পরে শিশুদের ব্যবহার্য দ্রব্যে। স্থানীয় মুদ্রার দাম পড়ে যাওয়ায় দেশে উৎপাদিত খাদ্যে প্রভাব পড়ে, দাম বেড়ে যায় মাংস বা ডিমের মতো খাদ্যসামগ্রীর।

সর্বশেষ খবর