সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ইথিওপিয়ায় গুলিতে সেনাপ্রধান নিহত

ইথিওপিয়ায় এক অভ্যুত্থান চেষ্টার সময় নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছেন দেশটির সেনাপ্রধান। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বিষয়টি নিশ্চিত করে টিভিতে আরও বলেন, দেশটির আমহারার রাজধানী বাহির দারে এক অভ্যুত্থান চেষ্টা থামানোর সময় সহকর্মীদের গুলিতে নিহত হয়েছেন সেনাপ্রধান সিয়ের মেকোনেন। সাবেক এক সেনাপ্রধানের নেতৃত্বে ওই ব্যর্থ উভ্যুত্থান চালানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আবি আহমেদ। ইথিওপিয়ায় রাজনৈতিক নিপীড়নের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ক্ষমতায় আসার পর রাজনৈতিক বন্দীদের মুক্ত করে দেওয়া, রাজনৈতিক দলগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ও ক্ষমতার অপব্যবহারকারী রাজনৈতিক কর্মকর্তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু জাতিসংঘ জানিয়েছে, তিনি প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করার পর থেকে সেখানে উল্লেখযোগ্য হারে বেড়েছে সাম্প্রদায়িক সহিংসতা। নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে জাতিগত দাঙ্গা ও বাস্তুচ্যুত হয়েছে ২৪ লাখ মানুষ।

সর্বশেষ খবর