সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

ইরানে সাইবার হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের সমরাস্ত্র-ব্যবস্থায় (ওয়েপনস সিস্টেমস) সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়। গতকাল বিবিসি তথ্য দিয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত  করে ইরান। ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ হয়ে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। পরে হামলার নির্দেশ প্রত্যাহার করে নেন ট্রাম্প। আর সেই দিনেই ইরানের অস্ত্র ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মার্কিন সাইবার হামলায় ইরানের রকেট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ন্ত্রণের কম্পিউটার ব্যবস্থা অকার্যকর হয়ে যায়।  ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে পাল্টা সাইবার হামলা চালাতে পারে ইরান।

  

   

সর্বশেষ খবর