মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

নিকট আত্মীয়দের গুরুত্বপূর্ণ পদে বসালেন মায়াবতী

নিকট আত্মীয়দের গুরুত্বপূর্ণ পদে বসালেন মায়াবতী

পরিবারের ওপরই ভরসা রাখলেন ভারতের বহুজন সমাজ পার্টির  (বিএসপি) প্রধান মায়াবতী। তার দলের গুরুত্বপূর্ণ পদে বসালেন নিকট আত্মীয়দের। এর মধ্যে রয়েছেন তার ভাই আনন্দ কুমার, ভাতিজা আকাশ আনন্দ। আনন্দকে দলের জাতীয় পর্যায়ের ভাইস প্রেসিডেন্ট এবং ভাতিজা আকাশকে জাতীয় পর্যায়ের সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

দেশটির গণমাধ্যম মুম্বাই মিরর জানায়, তিনি বিএসপি নেতা রামজি গৌতমকে দলের জাতীয় সমন্বয়কারী হিসেবেও নিয়োগ দিয়েছেন। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার লক্ষেèৗতে এক বৈঠকে। এতে যোগ দিয়েছিলেন দলের শীর্ষস্থানীয় নীতিনির্ধারকরা। বৈঠকে লোকসভায় দলের নেতা নির্বাচিত করা হয়েছে আমরোহা থেকে নির্বাচিত দানিশ আলিকে। চিপ হুইপ নিয়োগ করা হয়েছে গিরিশ চন্দ্রকে। রিপোর্টে বলা হয়েছে, ভাই আনন্দ কুমারের ছেলে আকাশ কুমারকে দলে বড় পদে বসানোর মধ্য দিয়ে দলের ভিতরে আনন্দ কুমারের প্রভাব বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে। ২৪ বছর বয়সী আকাশকে ২০১৭ সালে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন মায়াবতী। তখন মায়াবতী বলেছিলেন, এমবিএ সম্পন্ন করে লন্ডন থেকে দেশে ফিরেছে আকাশ। দলের বিভিন্ন বিষয়ে সে দেখাশোনা করবে।

সর্বশেষ খবর