বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

বিশ্বব্যাপী গণতন্ত্র নিয়ে অসন্তোষ বাড়ছে

ডালিয়া রিসার্চের ফল

বিশ্বের মোট জনগোষ্ঠীর মাত্র অর্ধেক নিজেদের দেশকে গণতান্ত্রিক বলে মনে করেন এবং পশ্চিম ইউরোপের লোকজন ব্যাংক ও সোশ্যাল মিডিয়াকে গণতন্ত্রের জন্য হুমকি মনে করেন। ৫৭টি দেশের দেড় লাখেরও বেশি মানুষের ওপর জার্মান জরিপকারী প্রতিষ্ঠান ডালিয়া রিসার্চ অ্যান্ড অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশনের ওই জরিপের ফল গতকাল প্রকাশিত হয়েছে। জরিপে দেখা গেছে, গণতান্ত্রিক হিসেবে খ্যাত দেশগুলোর ৩৮ শতাংশ নাগরিকই তাদের শাসনব্যবস্থা নিয়ে অসন্তুষ্ট। এক বিবৃতিতে বলেছেন ডালিয়া রিসার্চের প্রধান নির্বাহী নিকো ইয়াসপার্স বলেছেন, ‘এ মুহূর্তে গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে জনগণ আর এ পদ্ধতিকে গণতান্ত্রিক হিসেবে দেখছে না।’ নিজেদের দেশ গণতান্ত্রিক কিনা, এ প্রশ্নে মার্কিন নাগরিকরা দ্বিধাবিভক্ত বলেও জরিপে উঠে এসেছে। ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংখ্যাগরিষ্ঠ ইউরোপীয়দের জন্য কাজ করছে না, জরিপে মহাদেশটির ৫২ শতাংশ মানুষের এমন ভাবনার কথাও উঠে এসেছে।

সর্বশেষ খবর