বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

মালয়েশিয়ায় বায়ুদূষণে ৪০০ স্কুল বন্ধ ঘোষণা

মালয়েশিয়ায় বায়ুদূষণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। বায়ুদূষণজনিত কারণে ৭৫ শিশু অসুস্থ হওয়ায় দেশটির জোহর প্রদেশে ৪০০টিরও বেশি স্কুল আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পাসির গুদাং শিল্পাঞ্চলে শিশুরা শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়ছে। এর আগে চলতি বছর মার্চেও মালয়েশিয়ায় বায়ুদূষণজনিত কারণে প্রায় ৪ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ে, যাদের বেশির ভাগই শিশু। সে সময় নদীতে অবৈধভাবে রাসায়নিক বর্জ্য ফেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা যায়। তবে এবারের ঘটনা তার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে দাবি করছেন কর্মকর্তারা। -এএফপি

সর্বশেষ খবর