বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা

বহুল আলোচিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনিদের বর্জনের মুখে বাহরাইনে মঙ্গলবার অনুষ্ঠিত দুই দিনের এক কর্মশালায় এ পরিকল্পনা ঘোষণা করা হয়। তবে এতে ফিলিস্তিনি রাষ্ট্র বা ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কোনো রাজনৈতিক ইস্যুর কথা বলা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাই জারেড কুশনার ‘শান্তির জন্য সমৃদ্ধি’ শীর্ষক এ পরিকল্পনা ঘোষণা করেন। এ কর্মশালায় মধ্যপ্রাচ্যে বিপুল বিনিয়োগের ঘোষণা দেন কুশনার।

সর্বশেষ খবর