শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

ভারতে বাংলাদেশি সন্দেহে বন্দীশিবিরে তিন বছর

ভারতের আসামের নাগরিক মধুবালা ম-ল, যাকে ‘বাংলাদেশি’ সন্দেহে তিন বছর ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছিল। অতঃপর ভুল স্বীকার করে তাকে সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্দীশিবির থেকে মুক্তি পেয়ে আসামের চিরাং জেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা ৫৯ বছরের মধুবালা যখন বাড়ি ফেরেন তখন তার মেয়ে আর নাতনি চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। খবরে আরও বলা হয়, আসামে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বাছতে গিয়ে বহু ভারতীয়কে হেনস্তার শিকার হতে হচ্ছে, যাদের একজন মধুবালা। ২০১৬ সালে আসাম পুলিশ মধুবালাকে ‘বিদেশি’ বলে আটক করে।

 

সর্বশেষ খবর