শিরোনাম
সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তীব্র গরমের পর ইউরোপের কিছু অংশে স্বস্তি

তীব্র গরমের পর ইউরোপের কিছু অংশে স্বস্তি

প্রায় এক সপ্তাহ পর গতকাল ইউরোপের তীব্র দাবদাহ কিছুটা কমেছে। বিশেষ করে ইউরোপের ফ্রান্স, ইতালি, জার্মানি ও স্পেনের তাপমাত্রা আগের সব রেকর্ডকে টপকে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। গোটা ইউরোপে ছড়িয়ে পড়া দাবদাহ কমায় কিছুটা স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। ফ্রান্সের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বাড়ার পর যে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে। দেশটির তাপমাত্রা আগের রেকর্ডকে ছাড়িয়ে আরও দুই ডিগ্রি বেড়ে যায়। গতকাল সেখানে তাপমাত্রা ছিল ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ইতালি স্পেন এবং মধ্য ইউরোপের কিছু দেশ ভয়াবহ এই দাবদাহের কবলে পড়ে। ফ্রান্সে টানা ছয় দিনের ভয়াবহ গরমে দেশটিতে দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

সর্বশেষ খবর