সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মৃত্যুদন্ডে ফিরল শ্রীলঙ্কা

দুই জল্লাদ নিয়োগ

শ্রীলঙ্কায় মৃত্যুদন্ড বাতিল হয়েছে ৪৩ বছর। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে শ্রীলঙ্কা। এবার মৃত্যুদন্ডপ্রাপ্ত চার অপরাধীর ফাঁসি কার্যকর করতে ৪৩ বছর পর দুই জন জল্লাদকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত চার জনকে মৃত্যুদন্ডের মুখোমুখি হতে হবে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার এমন ঘোষণার পর এদের নিয়োগ দেওয়া হলো বলে জানিয়েছে বিবিসি। ১৯৭৬ সাল থেকে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদ- কার্যকরে এক ধরনের স্থগিতাদেশ থাকলেও প্রেসিডেন্টের নতুন ঘোষণায় তা রদ হতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে দেশটি ‘দৃঢ় নৈতিক চরিত্রের অধিকারী’ জল্লাদ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে শতাধিক প্রার্থীর আবেদন জমা পড়ে। প্রার্থীকে ‘মানসিকভাবে শক্তিশালী’, শ্রীলঙ্কার নাগরিক, পুরুষ, বয়স ১৮-৪৫ এর মধ্যে হতে হবে- বিজ্ঞপ্তিতে এমন শর্ত থাকার পরও দুই মার্কিনি ও দুই নারীও আবেদন করে, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ডেইলি নিউজ। প্রার্থীদের মধ্যে উত্তীর্ণ দুজনকে চূড়ান্ত প্রশিক্ষণ নিতে হবে; এ প্রশিক্ষণ প্রায় দুই সপ্তাহ ধরে চলবে বলে এক কারা মুখপাত্র জানিয়েছে। ফাঁসিকাঠ দেখার পর মানসিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার শেষ জল্লাদ বছর পাঁচেক আগে চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন।  শ্রীলঙ্কায় ধর্ষণ, মাদক চোরাকারবারি ও খুনের দায়ে মৃত্যুদন্ডের বিধান থাকলেও ১৯৭৬ সালের পর থেকে কখনোই এ দন্ড কার্যকর হয়নি।

সর্বশেষ খবর