মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

খাশোগি হত্যা ধামাচাপা দিতে টাকার শ্রাদ্ধ : এরদোগান

সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করে সৌদি গুপ্তচররা। এই খুনের আদ্যপান্ত অনেক কিছুই জানেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার তিনি মন্তব্য করেছেন, খাশোগি হত্যাকান্ড ধামাচাপা দিতে কিছু মানুষ ‘টাকার শ্রাদ্ধ’ করছে। জাপানের ওসাকায় জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক ফাঁকে এ কথা জানান এরদোগান। তবে এ কথার কোনো ব্যাখ্যা তিনি দেননি। তবে তিনি যে সৌদি প্রিন্স বিন সালমানকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন সেটা প্রায় সবাই আন্দাজ করেছেন। জি-২০ সম্মেলনের শুরুতে এরদোগান বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগির হত্যারহস্য উন্মোচন করে খুনিদের নাম সবার সামনে তুলে ধরা উচিত। তিনি বলেন, এই হত্যার পেছনের অনেক গল্পই এখনো ধামাচাপা দিয়ে রাখা হয়েছে।

সর্বশেষ খবর