মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘বিস্ময়কর ঘটনা’ বলল উত্তর কোরিয়া

অদ্ভুদ ঘটনাই বলছেন সবাই। আগে থেকে কোনো প্রস্তুতি নেই। জাপানে জি-২০ সম্মেলন শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা। কিন্তু সেখান থেকে হঠাৎ করেই বলে বসেন তিনি উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দেখা করবেন। করমর্দন করবেন। এজন্য রবিবার আকস্মিকভাবেই উত্তর কোরিয়ায় পা ফেলেন ট্রাম্প। আর একে ‘বিস্ময়কর ঘটনা’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতার সঙ্গে দুটি বৈঠক হয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্প নিয়ে কোনো সমাধান ছাড়াই শেষ হয় বৈঠক দুটি। ফলে উত্তর কোরিয়াকে পুরোদস্তুর শত্রু হিসেবে ট্রাম্প মূল্যায়ন করতে শুরু করেছেন। তবে রবিবারের ওই অভূতপূর্ব বৈঠকের ব্যাপক প্রচার করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিসহ (কেসিএনএ) সব মিডিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ‘ট্রাম্পের পরামর্শে’ ওই বৈঠক ‘ঐতিহাসিক’ ছিল।

সর্বশেষ খবর