মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

৭২ বছরে সবচেয়ে উত্তপ্ত জুন মাস

জুন মাসের ৩০ তারিখ ভেঙে দিয়েছে জার্মানিতে গরম আবহাওয়ার সব রেকর্ড। গত পরশু দেশটিতে তাপমাত্রার পারদ ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। ইউরোপের কিছু অংশে তা ৪২ পেরিয়ে গেছে। গরমের দাপটে প্রাণ হারিয়েছেন অনেকে। রবিবার ছিল জার্মানিতে এবারের সবচেয়ে বেশি গরমের দিন। জার্মানির রাজ্য রাইনল্যান্ড ফালৎজে তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি পেরোলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এর আগে ১৯৪৭ সালের জুন মাসে জার্মানির ব্যুহলেরটাল শহরে তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি হলে তা রেকর্ড সৃষ্টি করে। কিন্তু গত ৩০ জুনের এই তাপমাত্রা ভেঙে দিয়েছে সেই রেকর্ড? দমকলকর্মীরা জানান, তীব্র গরমের ফলে সেদিন জরুরি চিকিৎসা পরিসেবা চালু করতে হয় তাদের। শুধু মানুষই নয়, গরমের জেরে হার মানছে ঘরবাড়িও। ফ্রান্স, ইটালি, বুলগেরিয়া, পর্তুগাল, স্পেন, গ্রিস ও মেসিডোনিয়ায় তাপমাত্রা এবারের গ্রীষ্মে চরম আকার ধারণ করেছে।

সর্বশেষ খবর