মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

একটানা বর্ষণে বানভাসি মুম্বাই

কলকাতা প্রতিনিধি

গত রবিবার সারা রাত এবং সোমবার ভোরে এক ঘণ্টার বৃষ্টিতে কার্যত থমকে গেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাই। পানিতে ডুবে গিয়েছে রাস্তাঘাট, রেললাইন, বিমানবন্দর। বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে কিংবা দেরিতে চলছে। ব্যাহত হয়েছে বিমান পরিসেবাও। মুম্বাই পুরসভার কমিশনার প্রভনি পরদেশীর অভিমত, গত দুই দিনে মোট ৫৪০ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে- যা এই দশকের সবচেয়ে বেশি বৃষ্টিপাত। বৃষ্টিপাতের ফলে স্বল্প ও দূরপাল্লার ট্রেন ও বিমান পরিষেবায় প্রভাব পড়েছে।

সর্বশেষ খবর