বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে বিক্ষোভকারীদের নিন্দায় লাম

হংকংয়ে বিক্ষোভকারীদের  নিন্দায় লাম

আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নির্বাহী ক্যারি লাম। সোমবার রাতের ওই ঘটনাকে ‘সহিংসতার চরম ব্যবহার’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন তিনি। ব্রিটিশদের কাছ থেকে চীনের হাতে হংকংয়ের হস্তন্তরের ২২ বছর পূর্তির দিনে শহরটির একদল বিক্ষোভকারী অঞ্চলটির আইন পরিষদ কয়েক ঘণ্টা দখলে রেখে সেখানে ভাঙচুর চালায় বলে জানিয়েছে বিবিসি। একটি শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে দলছুট হওয়া একদল বিক্ষোভকারী আইন পরিষদে হানা দিয়েছিল। বিতর্কিত একটি বহিঃসমর্পণ বিল নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই হংকংয়ে অস্থিরতা চলছে। তীব্র বিক্ষোভের মুখে গত মাসে সরকার ওই বিল পাসের পরিকল্পনা স্থগিত করার পর বিলটি আর উত্থাপন করা হবে না বলে ধারণা করা হচ্ছে।

গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা সরকারের এ পদক্ষেপেও সন্তুষ্ট নয়; তারা বিলটি বাতিলের ঘোষণার পাশাপাশি শীর্ষ নির্বাহী ক্যারি লামের পদত্যাগেরও দাবি জানিয়ে আসছে। গতকাল পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে লাম বিক্ষোভকারীদের ভাঙচুরের ঘটনাকে ‘খুবই দুঃখজনক’ অ্যাখ্যা দিয়ে এ ঘটনা  লোকজনকে স্তম্ভিত করেছে বলে মন্তব্য করেন। বিক্ষোভকারীদের দাবি ঠিকঠাক মানা হয়নি এমন অভিযোগ অস্বীকার করে তিনি আন্দোলনের মুখে বহিঃসমর্পণ বিল পাসের পরিকল্পনা স্থগিতের উদাহরণ দেন। ‘আমরা যা শুনেছি, সে অনুযায়ী ওই পদক্ষেপ ছিল খুবই ইতিবাচক’, বলেছেন তিনি। সোমবারের সহিংসতার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছিলেন। ‘গণতন্ত্রের অভিপ্রায়ে’ বিক্ষোভকারীরা বিভিন্ন কর্মসূচি করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট ‘হংকং ও এর স্বাধীনতার’ প্রতি তার দেশের সমর্থন অবিচল আছে জানিয়ে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ক্রোধ ও হতাশা হংকংয়ের জনগণকে উত্তেজিত করে তুলছে, বলেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ।

সর্বশেষ খবর