বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইন্দোনেশিয়ায় শীর্ষ জঙ্গি নেতা গ্রেফতার

আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জেমাহ ইসলামিয়ার (জেআই) শীর্ষ নেতা পারা বিজয়ান্তকে গ্রেফতার করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। নতুন সদস্য ভিড়িয়ে উগ্রপন্থি গোষ্ঠীগুলোর সঙ্গে প্রশিক্ষণে তাদের সিরিয়ায় পাঠানোর বিষয়ে তাকে সন্দেহ করা হচ্ছিল। শনিবার রাজধানী জাকার্তার সীমান্ত অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হলেও তৎক্ষণাৎ তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। গতকাল এক সংবাদ সম্মেলনে আটক জঙ্গিকে বিজয়ান্ত হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

বিজয়ান্তের সঙ্গে জড়িত সন্দেহে আরও চারজনকে গ্রেফতার করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। ২০০২ সালে ইন্দোনেশিয়ার দ্বীপ বালিতে বোমা হামলায় অন্তত ২০০ জন নিহত হয়। এ হামলার হোতা হিসেবে পারা বিজয়ান্তকে শনাক্ত করা হয়। বিশেষজ্ঞদের ধারণা, বিজয়ান্ত আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট নেটওয়ার্ক জেআইয়ের কারাবন্দী নেতা আবু বকর বশিরের শিষ্য। ২০০৩ সাল থেকে জেআইয়ের দায়িত্বে রয়েছেন বিজয়ান্ত। দক্ষিণ ফিলিপাইনের জঙ্গিদের সঙ্গে প্রশিক্ষণ নেন তিনি। দেশটির পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতয়ো জানান, ইসলামিক স্টেটের (আইএস) নেতা ও তাদের ‘খিলাফত’ রাষ্ট্রের স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদির সমর্থক জেমাহ ইসলামিয়া ইন্দোনেশিয়ার জন্য হুমকি। তাদের প্রধান লক্ষ্য দেশটিতে আইএসের খিলাফত প্রতিষ্ঠা করা। ২০০২ সালে বোমা হামলা ঘটনার পর ইন্দোনেশিয়ার সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী ডেনসাস ৮৮ গঠন করা হয়। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম-অধ্যুষিত দেশটি থেকে জেআই এবং তাদের মতো অন্যান্য সংগঠনকে পরাস্ত করাই ডেনসাস ৮৮এর মূল কাজ। বশিরের মতো শীর্ষ নেতাদের গ্রেফতার করে কারাদ  দেওয়াসহ জঙ্গি সংগঠনগুলোকে ছত্রভঙ্গ করে তারা। তবে সে সময় অনেক চিহ্নিত অপরাধী গা ঢাকা দেয়।

সর্বশেষ খবর