বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা

সৌদি আরবের আভা বিমানবন্দরে গতকাল ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে আগ্রাসন চালানো সৌদি সামরিক জোটের পক্ষ থেকে এ হামলার খবর নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, এতে ৯ জন আহত হয়েছেন। সৌদি সামরিক জোটের দাবি, হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় আহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আটজন সৌদি নাগরিক। অপরজন ভারতীয় নাগরিক। আহতদের সবার অবস্থা স্থিতিশীল রয়েছে। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।

হুতিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে বিদ্রোহীদের একজন মুখপাত্র জানিয়েছেন, আভা বিমানবন্দর লক্ষ্য করে তারা ‘বড় ধরনের অভিযান’ পরিচালনা করেছেন। এর আগে গত জুনেও বিমানবন্দরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতি বিদ্রোহীরা। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, ড্রোন হামলার ঘটনায় কিছু সময় বন্ধ থাকার পর ফের বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতি বিদ্রোহীরা। তারপর  থেকেই দেশের বাইরে থাকা হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

সর্বশেষ খবর