বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়’

‘পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়’

হামিদ মীর

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি সাক্ষাৎকার নেন দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মীর। সেই সাক্ষাৎকার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় প্রচার। সোমবার পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেলে ‘জিও নিউজ’-এ সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হচ্ছিল। সাক্ষাৎকারটি নিচ্ছিলেন সাংবাদিক হামিদ মীর। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পিপিপি নেতা জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। গতমাসে গ্রেফতার করা হয় তাকে। তবে এখন তিনি বিশেষ জামিনে মুক্ত। সংসদের বাজেটপর্বে যোগ দিতে গেলে সংসদ ভবনের ভিতরেই তার সাক্ষাৎকার দিচ্ছিলেন আসিফ আলী জারদারি। কিন্তু এই সাক্ষাৎকারটির প্রচার শুরুর কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়। পরে সেই চ্যানেলের পক্ষে জানানো হয় যে, সাক্ষাৎকারটি আর দেখানো হবে না। কিন্তু কী এমন ছিল সেই সাক্ষাৎকারে, যার কারণে সম্প্রচার বন্ধ করে দেওয়া হলো?

হামিদ মীরের সঙ্গে আলোচনায় সেই সাক্ষাৎকারে জারদারি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন আইনবহির্ভূত কার্যকলাপ নিয়ে চলমান একটি তদন্তের বিষয়ে কথা বলছিলেন। কিন্তু তখনই বন্ধ করে দেওয়া হয় সেই অনুষ্ঠান। পরে এ বিষয়ে একের পর এক টুইট করে তার বিরক্তি ও পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন হামিদ মীর। এক জায়গায় তিনি বলেন, ‘কারা এই অনুষ্ঠানের প্রচার বন্ধ করেছেন তা বোঝা খুবই সহজ। এটুকুই বলব, পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়।’

সর্বশেষ খবর