বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হচ্ছে না

কেন্দ্রীয় সরকারে গুরুত্ব পায়নি

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার দাবি নাকচ করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছর ধরে এ দাবি জানিয়ে আসছিলেন। তবে কেন্দ্রীয় সরকার বলছে, সংবিধান সংশোধন না করে এ দাবি মেটানো সম্ভব নয়। গত বছরের ২৬ জুলাই রাজ্যসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখা সংক্রান্ত এক বিল পাস হয়। এরপর বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়। রাজ্যের নগর উন্নয়নবিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ‘২০১৬ সালে সর্বপ্রথম এ নাম পরিবর্তন প্রক্রিয়াটি শুরু হয়। প্রাথমিকভাবে বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’ এ তিনটি নাম প্রস্তাবিত হয়। তবে কেন্দ্র এ প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি নাম দেওয়ার জন্য বলেছিল। সে অনুযায়ী আমরা ‘বাংলা’ নামটি প্রস্তাব করেছিলাম।’ ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের দ্বিতীয় অংশে পশ্চিমবঙ্গের পালা আসে। এতে করে আলোচকদের কাছে তার রাজ্যের বিষয়গুলো গুরুত্ব হারায় বলে মনে করেন মমতা।

সর্বশেষ খবর