বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে মাদ্রাসা ব্যবহার করে জিহাদি প্রশিক্ষণ জেএমবির

দীপক দেবনাথ, কলকাতা

পশ্চিমবঙ্গের বর্ধমান ও মুর্শিদাবাদ জেলার একাধিক মাদ্রাসা ব্যবহার করেই স্থানীয় যুবকদের মধ্যে জঙ্গি শিক্ষার পাঠ দিচ্ছে জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। মঙ্গলবার সংসদে একটি লিখিত প্রশ্নের উত্তরে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি জানান, ‘আমাদের কাছে একাধিক রিপোর্ট এসে পৌঁছেছে যাতে পরিষ্কার যে বাংলার বর্ধমান ও মুর্শিদাবাদ- এ দুই জেলার মাদ্রাসাগুলোকে ব্যবহার করেই জেএমবি অল্পবয়সী তরুণ-তরুণীদের মগজ ধোলাই, তাদের জেহাদি প্রশিক্ষণ দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।’ কেন্দ্রীয় সরকারের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সতর্কবার্তাও পাঠানো হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী আরও জানান, ‘কেন্দ্রীয় সরকারের তরফে এ সম্পর্কিত নানা তথ্য রাজ্য সরকারকে নিয়মিতভাবে সরবরাহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর