বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘স্যালুট টু আমেরিকা’ উৎসব ট্রাম্পের

বিভিন্ন দেশ জাঁকজমক করেই তাদের স্বাধীনতা দিবস করে। দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা দিবসটি উপলক্ষে সামরিক বাহিনীর সালামও গ্রহণ করে। এদিক দিয়ে আমেরিকা সেভাবে দিবসটি পালন করে না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দিবসটিকে সত্যিই জাঁকজমকভাবে পালনের ঘোষণা দিয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, বছরখানেক পরেই মার্কিন নির্বাচন। সবার দৃষ্টি আকর্ষণ করতেই ট্রাম্পের এই আয়োজন। আজ ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। বিশ্বের একমাত্র পরাশক্তি, সামরিক শক্তিতে সবার ওপরে। তাই তো এবার প্রেসিডেন্ট ট্রাম্প স্বাধীনতা দিবসে বিশেষ সামরিক কুচকাওয়াজের আয়োজন করছেন। এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘স্যালুট টু আমেরিকা’। ঘটনা ওই উৎসব পালনও হচ্ছে। বছর দুয়েক আগে ফ্রান্সে বাস্তিল দিবসে সামরিক কুচকাওয়াজ দেখে ট্রাম্পের খায়েশ জাগে তার স্বাধীনতা দিবসে বিশেষভাবে সাজবে ওয়াশিংটন। ওয়াশিংটন ডিসির ডেমোক্রেটিক মেয়র ট্রাম্পের পরিকল্পনার তীব্র প্রতিবাদ করে বলেছেন, এই দিবসটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। ট্রাম্পের উপস্থিতি এই উদ্যাপনে বিঘœ ঘটাবে।

সর্বশেষ খবর