শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

‘রোহিঙ্গা নিপীড়নকারী কর্মকর্তাদের বিচারে ব্যর্থ জাতিসংঘ’

‘রোহিঙ্গা নিপীড়নকারী কর্মকর্তাদের বিচারে ব্যর্থ জাতিসংঘ’

ইয়াংঘি লি

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর পর বছরের পর বছর ধরে নিপীড়ন ও নিধনযজ্ঞ চালানো দেশটির কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির তদন্তকারী দলের প্রধান ইয়াংঘি লি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে পরিস্থিতি বিচারে ব্যর্থ হয়েছে। তবে মিয়ানমারে জাতিসংঘের এই বিশেষ দূতের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের কর্মকর্তারা। জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত বরং দাবি করেছেন যেন ইয়াংঘি লিকে তার চলমান দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত মাসে অভ্যন্তরীণ এক প্রতিবেদনে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানে সৃষ্ট সংকটকে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, তারা এই সংকট মোকাবিলায় ‘পদ্ধতিগতভাবে ব্যর্থ’ হয়েছে। সংকট মোকাবিলায় তাদের ঐক্যবদ্ধ কোনো কৌশল ছিল না। এ ছাড়া নিরাপত্তা পরিষদের পর্যাপ্ত সমর্থনেরও অভাব ছিল। ইয়াংঘি লি বলেন, বিশেষ দূতের দেওয়া প্রতিবেদন নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে মানবাধিকার পরিষদে।  ২০১৭ সালে মিয়ানমারের কয়েকটি নিরাপত্তা চৌকিতে তথাকতিথ হামলার অভিযোগ তুলে রোহিঙ্গা মুসলমানদের নিধনে নামে দেশটির সরকার। হাজার হাজার রোহিঙ্গা পুরুষকে হত্যা ও নারীদের ধর্ষণ করে দেশটির সেনাবাহিনী। জীবন বাঁচাতে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ এই সামরিক অভিযানকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে আখ্যা দেয়।

সর্বশেষ খবর