শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ডয়েচে ভেলের বিশ্লেষণ

আরও শক্তিশালী হয়ে আসছেন রাহুল

আরও শক্তিশালী হয়ে আসছেন রাহুল

লোকসভা ভোটে কংগ্রেসের শোচনীয় ফলের দায় নিজের কাঁধে নিয়ে দলের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু লড়াই ছেড়ে সরে যাচ্ছেন না, জানিয়েছেন নিজেই

চলতি বছরে ভারতীয় সংসদীয় নির্বাচনের ফল ঘোষণার দুই দিন পর, ২৫ মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন রাহুল গান্ধী। তারপর দলের কর্মী-নেতাদের বহু অনুরোধ-উপরোধেও সিদ্ধান্ত বদলাতে রাজি হননি। বুধবার টুইট করে আবারও পদত্যাগের কথা জানিয়ে রাহুল লিখেছেন, ‘কংগ্রেসের হয়ে কাজ করা আমার জন্য সম্মানের বিষয় ছিল। এই টুইটেই নিজের চার পাতার ইস্তফাপত্রটি সাধারণের দেখার জন্য পোস্ট করেছেন। এদিকে কে কংগ্রেসের পরবর্তী সভাপতি হচ্ছেন তার নাম সুপারিশ করেননি সোনিয়া বা রাহুল। কারণ ওদের ধারণা, তারা সভাপতি করলে ফের প্রচার শুরু হতো আবারও নিজেরা আড়ালে থেকে কোনো হাতের পুতুলকে দলের মাথায় বসালেন। যেমনটা বলা হতো ড. মনমোহন সিংকে ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী করার পর। তবে পদ ছাড়লেও কংগ্রেসের রাজনীতি ছাড়ছেন না রাহুল। বরং আরও শক্তিশালী হয়ে আসছেন তিনি। পশ্চিমবঙ্গ কংগ্রেসের নেতা এবং দলের রাজ্যসভার সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্য ডয়চে ভেলেকে বলেন, পদ ছাড়লেও দল ছাড়ছেন না রাহুল রাজনীতিতেও পুরোমাত্রায় থাকছেন কারণ,  ‘নেহেরু গান্ধী পরিবার ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে।

 

সর্বশেষ খবর