রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে দুবাই শাসকের মামলা

পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে দুবাই শাসকের মামলা

ঘর পালানো সেই স্ত্রী প্রিন্সেস হায়ার নামে মামলা করলেন দুবাই শাসক। বিপুল পরিমাণ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ায় লন্ডনের পারিবারিক আদালতে মামলাটি করা হয়। চলতি মাসের শেষ দিকে মামলাটির শুনানি হবে। যুক্তরাজ্যের রয়্যাল কোর্ট বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ ও ৩১ জুলাই শুনানি হবে। শুনানির দিন উপস্থিত থাকবেন দুবাইয়ের শাসক মুহাম্মদ বিন রশিদ আল মাখতুম। সম্প্রতি দুবাই শাসকের ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসাইন প্রায় ৩৩২ কোটি টাকা নিয়ে পালিয়ে যান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহর বোন প্রিন্সেস হায়া পালানোর পর দুবাই শাসকের কাছে বিবাহবিচ্ছেদের নোটিসও পাঠান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য কেন্দ্র দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাখতুম একই সঙ্গে আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া আল হুসাইন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর বৈমাত্রেয় বোন। প্রিন্সেস হায়া আমিরাত থেকে যাওয়ার সময় নিজের দুই সন্তানকেও নিয়ে গেছেন। পালিয়ে জার্মানি পৌঁছানোর পর তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন।

সাত বছর বয়সী ছেলে জায়েদ ও ১১ বছরের মেয়ে আল জালিলাকে সঙ্গে নিয়ে গেছেন প্রিন্সেস হায়া। এদিকে ষষ্ঠ স্ত্রীর পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শেখ রশিদ আল মাখতুম। স্ত্রীর এমন কাজকে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। ২০০৪ সালে প্রিন্সেস হায়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেখ রশিদ আল মাখতুম। ১৫ বছর পর তার স্ত্রীর এভাবে পালিয়ে যাওয়া দুবাইয়ের শাসকের জন্য বড় বিপর্যয় হিসেবে প্রতীয়মান হচ্ছে। এর আগে গত বছর তার আরেক স্ত্রীর মেয়ে ৩৩ বছরের প্রিন্সেস লাতিফা বিনতে মুহাম্মাদ মাখতুম দেশ ছেড়ে পালানোর সময় ভারতীয় উপকূলে ধরা পড়েন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, তাকে দুবাইয়ে আটকে রাখা হয়েছে। সিএনএন।

সর্বশেষ খবর