রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ক্যালিফোর্নিয়ায় প্রচন্ড ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এতে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার অঙ্গরাজ্যটির দক্ষিণাঞ্চলে হওয়া ওই ভূমিকম্পটি ৭ দশমিক ১ মাত্রার ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। এ ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে ২০২ কিলোমিটার উত্তরপূর্বে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের প্রান্তবর্তী রিজক্রেস্ট শহরে। ভূমিকম্পটির উপকেন্দ্র এ শহরটির প্রায় ১৮ কিলোমিটার উত্তরপূর্বে ছিল বলে জানিয়েছে ইউএসজিএস। ভূমিকম্পের পর রিজক্রেস্টে কয়েকটি জায়গায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছেন বলে কার্ন কাউন্টির মুখপাত্র মেগান পারসন জানিয়েছেন। বিবিসি

এ ভূমিকম্পে তাদের এলাকায়ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেশী সান বের্নাডিনো কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে।  এক টুইটে তারা বলেছে, ‘বাড়ি সরে গেছে, ভিত্তিতে ফাটল ধরেছে, ঠেকা দেওয়ালগুলো ভেঙে পড়েছে; একজন সামান্য আহত হয়েছেন।’ এর একদিন আগে বৃহস্পতিবার ওই এলাকায় গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের পর থেকে মরুভূমির প্রত্যন্ত এলাকায় এক হাজার ৪০০টিরও বেশি পরাঘাত হয়েছে বলে বিজ্ঞানীদের বরাতে জানিয়েছে সিএনএন। এ ভূমিকম্পে অল্প কয়েকজন আহত হলেও গ্যাস সংযোগের পাইপ ভেঙে দুই বাড়িতে আগুন লেগে গিয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সর্বশেষ খবর