সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সিরিয়ায় রাশিয়ার হামলায় দুই মাসে নিহত ৫৪৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের শেষ ঘাঁটিতে দুই মাস আগে শুরু হওয়া রাশিয়ার নেতৃত্বাধীন হামলায় অন্তত ৫৪৪ জন বেসামরিক নিহত ও দুই হাজারেরও বেশি আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার মানবাধিকার গোষ্ঠীগুলো ও উদ্ধারকারীরা এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিদ্রোহী অধিকৃত ইদলিব প্রদেশ ও সংলগ্ন হামা প্রদেশের কয়েকটি অংশে ২৬ এপ্রিল থেকে বড় ধরনের অভিযান শুরু করে সিরিয়ায় সেনাবাহিনী। রাশিয়ার যুদ্ধবিমানগুলোও তাদের সঙ্গে যোগ দেয়। গত গ্রীষ্মকালের পর থেকে এটিই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার শত্রুদের মধ্যে শুরু হওয়া সবচেয়ে বড় লড়াই। সিরিয়ার যুদ্ধে হতাহতের বিষয়টি পর্যবেক্ষণ করা দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান ও সিরিয়ার সেনাবাহিনীর চালানো কয়েকশ হামলায় ১৩০টি শিশুসহ ৫৪৪ জন বেসামরিক নিহত ও ২ হাজার ১১৭ জন আহত হয়েছে। এসএনএইচআরের চেয়ারম্যান ফাদেল আবদুল ঘানি বলেছেন, ‘রাশিয়ার  বাহিনী জেনেবুঝে বেসামরিকদের লক্ষ্যস্থল করছে।

সর্বশেষ খবর