সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কর্ণাটকে ভাঙনের মুখে ক্ষমতাসীন কংগ্রেস-জেডিএস জোট

বিদ্রোহ ও অন্তর্দ্বন্দ্বের জেরে ১১ বিধায়ক পদত্যাগপত্র জমা দেওয়ায় ভারতের কর্ণাটক রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস-জনতা দল সেক্যুলার  জোট সরকার ভাঙার উপক্রম হয়েছে। এনডিটিভি জানায়, শনিবার সন্ধ্যায় স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া বিধায়কদের মধ্যে আটজন কংগ্রেসের এবং তিনজন জনতা দল সেক্যুলারের (জেডিএস)। যদিও স্পিকার ওই সময় তার কার্যালয়ে ছিলেন না। স্পিকার রমেশ কুমারকে না পেয়ে বিধায়কদের কয়েকজন ‘রাজ ভবনে’ গভর্নরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ১১ বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করা হলে বিধানসভায় কংগ্রেস-জেডিএস জোটের সংখ্যাগরিষ্ঠতা ঝুঁকির মুখে পড়ে যাবে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী জেডিএস নেতা এইচডি কুমারাস্বামী এখন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। জেডিএসের পদত্যাগ করা এক বিধায়ক বলেন, ‘আমরা স্পিকারের কার্যালয়ে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি। আমরা গভর্নরকেও এ বিষয়ে জানিয়েছি।’ কর্ণাটকের ২২৪ আসনের বিধানসভায় কংগ্রেস- জেডিএস জোটের আসন ১১৬। সরকার গঠনের জন্য অন্তত ১১৩টি আসন পেতে হবে।

সর্বশেষ খবর