মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ব্যয় কমাতে দূতের বাসায় থাকবেন ইমরান

ব্যয় কমাতে দূতের বাসায় থাকবেন ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ২১ জুলাই থেকে তিন দিনের ওই সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে তার এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। কিন্তু এই সফরে তিনি কোনো হোটেলে উঠবেন না। সফরের সময় তিনি ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। হোটেলের ব্যয় কমাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ডন জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, রাষ্ট্রদূত আসাদ মাজেদির বাসভবনে থাকলে প্রধানমন্ত্রীর সফরের খরচ কমবে। কিন্তু মার্কিন সিক্রেট সার্ভিস ও ওয়াশিংটন নগর প্রশাসন এই ধারণাটি ‘খুব গ্রহণযোগ্য’ মনে করেনি, এমন আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের মাটিতে নামার সঙ্গে সঙ্গেই মার্কিন সিক্রেট সার্ভিস সফরে আসা অতিথিদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে, অপরদিকে সফরকালে ওয়াশিংটনের যান চলাচল যেন বিঘ্নিত না হয় তা নিশ্চিত করে নগর প্রশাসন। প্রতি বছর বিশ্বের কয়েকশ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর করেন।

সর্বশেষ খবর