মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সরকারের সঙ্গে আলোচনায় রাজি গুয়াইদো

ভেনিজুয়েলা সংকট

ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো রবিবার বলেছেন, দেশটির বিরোধী দল ও  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের মধ্যে সংলাপ বারবাডোসে ফের শুরু হতে যাচ্ছে। নরওয়েতে আগের আলোচনা শেষ হওয়ার পর নতুন করে এ আলোচনা শুরু হচ্ছে। নতুন করে শুরু হতে যাওয়া আলোচনার তারিখ উল্লেখ না করে এক বিবৃতিতে গুয়াইদো বলেন, ‘নরওয়ের মধ্যস্থতায় সাড়া দিয়ে (বিরোধী দল) স্বৈরশাসনের অবসান বিষয়ে আলোচনা শুরু করতে বারবাডোসে দখলদার সরকারের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে যোগ দিতে যাচ্ছে। তবে মাদুরো সরকার জানায়, এ আলোচনা চলতি সপ্তাহে শুরু হবে। দক্ষিণ আমেরিকার এ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের সমাধান খুঁজে বের করতে নরওয়ের পৃষ্ঠপোষকতায় দুই সপ্তাহ আগে শুরু করা এক প্রক্রিয়ায় মে মাসের শেষের দিকে প্রথমবারের মতো অসলোতে ভেনেজুয়েলার বিরোধী দলের প্রতিনিধিত্ব করা প্রতিনিধি দল সরাসরি আলোচনায় অংশ নেয়। যদিও, গত সপ্তাহে গুয়াইদো বলেছিলেন, ‘হত্যাকারী  স্বৈরশাসক’ মাদুরোর সঙ্গে ফের আলোচনার কোনো পরিকল্পনা তার নেই।

সর্বশেষ খবর