মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কর্ণাটকে মন্ত্রীদের পদত্যাগের হিড়িক

তৃতীয় দিনের মতো ভারতের কর্ণাটক রাজ্য সরকারের অভ্যন্তরে অস্থিরতা চলমান রয়েছে। গতকাল সকালে পদত্যাগ করেছেন শাসক জোটের শরিক দল কংগ্রেসের ২১ মন্ত্রী। আর এরপর জেডিএসের মন্ত্রীরাও ইস্তফা দিয়েছেন। তাদের সবার পদত্যাগপত্র যদি স্পিকার মঞ্জুর করেন, তবে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে কংগ্রেস-জেডি (এস) জোট সরকার। চলমান রাজনৈতিক সংকটের দ্রুত সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, কর্ণাটক সরকারের মন্ত্রিপরিষদকে নতুন করে সাজানো হবে। শনিবার ১০ কংগ্রেস এবং ৩ জেডিএস বিধায়ক স্পিকারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিলে ভাঙনের মুখে পড়ে কর্ণাটক রাজ্যের জোট সরকার। এরপর শুরু হয় একের পর এক পদত্যাগের হিড়িক। যুক্তরাষ্ট্র সফর শেষে রবিবার দেশে ফেরেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। সরকারকে বাঁচাতে রবিবার রাতে শরিকদের নিয়ে বৈঠক করেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনো সমাধানে পৌঁছতে পারেননি তারা।

 

সর্বশেষ খবর