বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিলিয়নিয়ার ক্লাব থেকে ছিটকে পড়লেন অনিল আম্বানি

বিলিয়নিয়ার ক্লাব থেকে ছিটকে পড়লেন অনিল আম্বানি

অনিল আম্বানি

এক ভাই তরতর করে গরিব হচ্ছে আরেক ভাই তরতর করে ধনী থেকে আরও ধনীর খাতায় নাম লেখাচ্ছেন। এরা হলেন ভারতের রিলায়েন্স কোম্পানির দুই ভাই মুকেশ আম্বানি ও অনিল আম্বানি। মুকেশ আম্বানি ভারতের এখন শীর্ষ ধনী। বিশ্বের সেরা ২০ ধনীর তিনি একজন। অন্যদিকে তার ছোট ভাই অনিল আম্বানি ২০০৮ সালেও ছিলেন ভারতের ষষ্ঠ ধনী। তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার; যা ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লাখ কোটি রুপি। চলতি বছরে তা এসে ঠেকেছে মাত্র ৩ হাজার ৬৫১ কোটি রুপিতে। তবে এর মধ্যেও পরিশোধ না করা ঋণের অর্থ রয়েছে। অর্থাৎ মাত্র কয়েক বছরের মধ্যে তিনি বিলিয়নিয়ার ক্লাব থেকে ছিটকে গেলেন। শুধু নিজের মালিকানায় রয়েছে অনিল আম্বানির এমন সম্পত্তির পরিমাণ ৭৬৫ কোটি রুপি, যা তার প্রিয় বম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস বিমানের মূল্যের দ্বিগুণ। মাত্র চার মাস আগেই অনিল আম্বানির দ্য রিলায়েন্স গ্রুপের বাজারমূল্য ছিল ৮ হাজার কোটি রুপি। কিন্তু পাওনাদারদের অর্থ না মেটাতে পারায় একের পর এক শেয়ার হাতছাড়া হয়ে যায়। তার জেরে দেউলিয়া হয়ে গেছে তার দুই সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন্স ও রিলায়েন্স নাভাল। ২০০৮ সালের মার্চে বাজারে ১  হাজার কোটি  টাকা দেনা ছিল রিলায়েন্স গ্রুপ অব কোম্পানিজের। সম্পত্তি ও ব্যবসা বিক্রি করে দেনা শোধ করতে উদ্যত হয়েছিলেন অনিল আম্বানি। কিন্তু তা করতে গিয়ে ধস নেমেছে তার সাম্রাজ্যে। গত সপ্তাহে তিনি নিজেই জানান, গত ১৪ মাসে মোট ৩৫ হাজার কোটি টাকার দেনা শুধেছেন তিনি, যার মধ্যে সুদ বাবদই মিটিয়েছেন ১০ হাজার ৬০০ কোটি রুপি। যত শিগগির সম্ভব বাকি অর্থও শোধ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর