বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পরমাণু কার্যক্রম নিয়ে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিজের ইচ্ছামতো পরমাণু কার্যক্রম পরিচালনা ও ইউরেনিয়াম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণের ঘোষণা দেয় ইরান। একই সঙ্গে দেশটি ২০১৫ সালের সমঝোতার প্রতিটি শর্ত থেকেই বেরিয়ে আসবে বলে জানিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতেই ইরানকে সরাসরি সাবধান করে দেন ট্রাম্প।

ইরানের সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানের সাবধান হওয়া উচিত। কারণ তারা একটি কারণেই ইউরেনিয়াম উৎপাদন করছে। আমি কারণটি বলে দিচ্ছি না, কিন্তু এটি ইরানের জন্য মঙ্গল বয়ে আনবে না। ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন ট্রাম্প। এরপর থেকেই ওই চুক্তি অনুযায়ী ইরানি স্বার্থ নিশ্চিত নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। গত মে মাসে ইরান পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোকে চুক্তিতে থাকা অর্থনৈতিক ও তেলের বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য ৬০ দিনের সময় বেঁধে দিয়েছিল। এরই মধ্যে ইরান প্রতিশ্রুতি স্থগিত রাখার প্রথম পর্বে ৩.৬৭ মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ অনুমোদিত পরিমাণের চেয়ে বাড়িয়েছে। ইরানের ওই ঘোষণার পর  ইরানের বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়ার কথা বলেন ট্রাম্প। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা বিস্তারিত বলেননি তিনি।

সর্বশেষ খবর