বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাষ্ট্রদূতের প্রতি সমর্থন মে সরকারের

যুক্তরাষ্ট্রে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত কিম ডেরকের প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের ‘পূর্ণাঙ্গ সমর্থন’ আছে বলে জানিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। ফাঁস হওয়া বেশকিছু ইমেইলে ডেরকের মন্তব্য ও মূল্যায়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাষ্ট্রদূতের সঙ্গে আর কাজ করবেন না বলার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রদূতকে নিয়ে তাদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ফাঁস হওয়া ওই ইমেইলগুলোতে ডেরক বর্তমান মার্কিন প্রশাসনকে ‘অকর্মা’ অ্যাখ্যা দিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট একের পর এক টুইটে ব্রিটিশ রাষ্ট্রদূতের পাশাপাশি ব্রেক্সিট কার্যকরে তেরেসা মের ব্যর্থতারও কড়া সমালোচনা করেছেন।

সর্বশেষ খবর