বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর হামলার নির্দেশ জাওয়াহিরির

কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর হামলার নির্দেশ জাওয়াহিরির

মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি ‘কাশ্মীরের মুজাহেদীন’দেরকে উপত্যকাটির সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর ‘নির্মম আঘাত’ হানার আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী বিস্তৃৃত এ সন্ত্রাসী সংগঠনটির প্রকাশিত এক ভিডিওতে জাওয়াহিরি এই হুমকি সংবলিত বার্তা দেন বলে জানিয়েছে এনডিটিভি। ‘কাশ্মীরকে ভুলো না’ শিরোনামের এ ভিডিও বার্তায় আল-কায়েদাপ্রধান কাশ্মীর সীমান্তে সন্ত্রাসে উসকানি নিয়ে পাকিস্তানের সংশ্লিষ্টতার বিষয়েও কথা বলেন। ‘আমার দৃষ্টিতে কাশ্মীরের মুজাহিদদের অন্তত এই পর্যায়ে এসে ভারতীয় বাহিনী ও সরকারের ওপর কঠোর আঘাত হানার দিকেই এককভাবে মনোযোগী হওয়া উচিত; এর ফলে ভারতের অর্থনীতিতে রক্ত ঝরবে, জনবল ও সরঞ্জামের ক্ষয়ক্ষতিতে মুখ থুবড়ে পড়বে তারা।’ ভিডিওতে তিনি আরও বলেন, ‘যতক্ষণ মুসলমানদের ভূমি থেকে দখলদারদের তাড়িয়ে দেওয়ার মতো শক্তি অর্জিত না হয়, ততক্ষণ কাশ্মীরে, ফিলিপাইন, চেচনিয়া, ইরাক, সিরিয়া, সোমালিয়া ও তুর্কেমেনিস্তানের জিহাদকে সমর্থন করা প্রত্যেক মুসলমানের কর্তব্য, এটা আপনারা স্পষ্ট করে বলবেন।’ অনুসারীদের ‘মসজিদ, বাজার কিংবা মুসলমানদের জড়ো হওয়ার স্থানে’ হামলা না চালানোর জন্যও নির্দেশনা দেন এ আল-কায়েদাপ্রধান।

সর্বশেষ খবর