বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সেই ব্রিটিশ রাষ্ট্রদূত ডেরেকের পদত্যাগ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডেরেক পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অকর্মা’ বলা  মেইল ফাঁস হওয়া নিয়ে চলমান উত্তেজনার মুখে তিনি পদত্যাগ করেছেন। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে কিম ডেরকের প্রতি ‘পূর্ণাঙ্গ সমর্থন’ প্রকাশ করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০নং ডাউনিং স্ট্রিট তেরেসা মের এমন মনোভাবের কথা জানায়। তবে ট্রাম্প অভিযোগ তুলে বলেছেন, ব্রিটিশ রাষ্ট্রদূত তার দেশের জন্য কাজ করছেন না।

ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ডেরক লন্ডনে পাঠানো কিছু ই-মেইল বার্তায় ট্রাম্প প্রশাসনকে ‘একেবারেই অকার্যকর, বিভক্ত, অদক্ষ এবং অনিরাপদ’ বলে মন্তব্য করেন। গত রবিবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল ওই ই-মেইলগুলো প্রকাশ করলে বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়।

সর্বশেষ খবর