শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভেনেজুয়েলা সংকট সমাধানে ঐকমত্য

ভেনেজুয়েলা সংকট সমাধানে ঐকমত্য

ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দল দেশের চরম রাজনৈতিক সংকট সমাধানে চলমান সমঝোতা আলোচনার জন্য একটি প্লাটফর্ম গঠনের ব্যাপারে সম্মত হয়েছে। বারবাডোসে আলোচনার তিন দিন পর তারা এ বিষয়ে সম্মত হলো। মধ্যস্থতাকারী দেশ নরওয়ে বৃহস্পতিবার এ কথা জানায়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদোর প্রতিনিধিরা দেশটির রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার জন্য ক্যারিবীয় এ দ্বীপদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত কয়েক দফা বৈঠক করেন। আলোচনা সফল হওয়ায় মাদুরো এর সঙ্গে যুক্তদের অভিনন্দন জানান।

গত মে মাসে অসলোতে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার ধারাবাহিকতা ছিল এই বারবাডোস আলোচনা। তবে কোন সুস্পষ্ট অগ্রগতি ছাড়াই অসলো আলোচনা শেষ হয়েছিল। বৃহস্পতিবার টেলিভিশন ও রেডিও’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, আলোচনা নিয়ে ‘অনেক ব্যস্ত দিন কাটানোর পর নরওয়ে সরকার ও বিরোধী দলের সঙ্গে ছয়টি বিষয়ে আমাদের অগ্রগতি হয়েছে। তবে  তিনি বিষয়গুলোর ব্যাপারে সুস্পষ্ট করে কিছু বলেননি।

 

সর্বশেষ খবর