শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চেন্নাইয়ে খরা মোকাবিলায় ট্রেনে যাচ্ছে পানি

চেন্নাইয়ে খরা মোকাবিলায় ট্রেনে যাচ্ছে পানি

ভারতের চেন্নাইয়ের খরাপীড়িত এলাকায় পানির সমস্যা মেটাতে বিশেষ ট্রেনে পানি নিয়ে যাওয়া হচ্ছে -এএফপি

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইয়ে তীব্র খরা দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় এক নয়া উদ্যোগ নিয়েছে তামিলনাড়– সরকার। খরাপীড়িত মানুষের চাহিদা মেটাতে ২৫ লাখ লিটার পানি নিয়ে যাচ্ছে একটি বিশেষ ট্রেন। গতকালই ট্রেনটি সেখানে পৌঁছানোর কথা। দক্ষিণী রেলওয়ে সূত্র গণমাধ্যমকে জানায়, মোট ৫০টি ওয়াগন ভর্তি পানি নিয়ে তামিলনাড়ুর ভেলোর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় ওই বিশেষ ট্রেনটি। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, গতকাল সকালে জোলারপেট স্টেশন থেকে ছেড়েছে পানিবাহী বিশেষ ট্রেনটি। ট্রেনটির প্রতিটি ওয়াগনে ৫০ হাজার লিটার পানি আছে। মূলত খরার কারণে চেন্নাইয়ে মানুষের দুর্দশা কমাতেই পানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়– কর্তৃপক্ষ। এ প্রকল্পের জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খরায় বর্তমানে প্রতিদিন ৫২৫ মিলিয়ন লিটার পানি সরবরাহ করছে চেন্নাই। তামিলনাড়–র পানি পেলে চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। তামিলনাড়–র মুখ্যমন্ত্রী পালানিস্বামী এমন সংকটের কারণে চেন্নাইয়ে পানি পাঠানোর সিদ্ধান্ত নেন।

 

সর্বশেষ খবর